মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

ফুলপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

ফুলপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

মো. আব্দুল মান্নান, ফুলপুর: ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে  বিএনপি জামাতের দেশ বিরোধী নৈরাজ্য ষড়যন্র ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলায় চসাসের নিন্দা

ফুলপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে সবাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে সমবেত হলে বেলা সাড়ে ১২টায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা আওয়ামী লীগ  কার্যালয় থেকে  শুরু হয়ে বাসস্ট্যান্ড ও আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে হাসপাতাল মোড় পর্যন্ত যায়। পরে সেখান থেকে পুনরায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

পথসভায় অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির ব্যক্তিগত সহকারী মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ফুলপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুল আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন, সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, শ্রমিক লীগ নেতা শাহারুল আলম, পৌর ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলন,  ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রুস্তম আলী আকন্দ ভুলন, ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বিএনপি জামাত, রাজাকার, আল বদরের সদস্যদের  রাজপথ থেকে বিতাড়িত করে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |