সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিলের শেষ দিনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) স্ব স্ব পদের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনটি পদে ১৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার রাজিবুল করিম।
উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীরা হলেন, মো. নাজিম উদ্দিন, ইঞ্জি: কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ আব্দুল হামিদ, জাহিদ আহম্মেদ সারোয়ার জাহান, মো. সাইফুল ইসলাম, আবুল হাসনাত তারেক।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, শেখ রাসেল, এ.বি.এম, কাজল সরকার, মো. হুমায়ুন কবির, সাইফুর রহমান পিয়াস।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, মোছা. মনোয়ারা খাতুন, সুমি আক্তার, মোছা. হালিমা খাতুন।
আসন্ন ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে হালুয়াঘাট উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ ল¶ ৮১ হাজার ৮৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ ল¶ ৪০ হাজার ৯১২ জন, নারী ভোটারের সংখ্যা ১ ল¶ ৪০ হাজার ৯৬৮ জন ও হিজড়া ১ জন।