মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে মহান মে দিবস পালিত

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে মহান মে দিবস পালিত

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা মে (বুধবার) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ত্রিশাল প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব খায়রুল আলম রফিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মনিরুজ্জামান মনির,সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর, সদস্য আনোয়ার সাদত জাহাঙ্গীর, আব্দুল কাদের জিলানী, মোঃ আসাদুল ইসলাম মিন্টু, সহযোগী সদস্য জহিরুল ইসলাম, আলমগীর হাসান,রবিউল ইসলাম হৃদয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে।
রবার্ট ওয়েন ৮ ঘণ্টা কাজের দাবি পূরণে স্লোগান ঠিক করেন, ‘আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম’।সবচেয়ে বড় আন্দোলনটা হয় পহেলা মে শিকাগোতে, যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন। ত্রিশাল প্রেসক্লাবে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি।মহান মে দিবস সফল হোক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |