বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
এক সপ্তাহের ব্যাবধানে আবারও প্রতি কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট ও টাউনহল মার্কেট এলাকা ঘুরে দেখা যায় প্রতি কেজি কাচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
ক্রেতা রাকিবুল ইসলাম জানান, এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ কিনেছিলাম ২০০ টাকা দরে। সপ্তাহ না ঘুরতেই মরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০ টাকা। আজকে মরিচ কিনলাম ২৪০ টাকা। এভাবে যদি সব জিনিসের দাম বাড়তে থাকে আমাদের মতো মধ্যবিত্তদের না খেয়ে থাকতে হবে। গরিব মানুষের কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। মোহাম্মদপুর কৃষিমার্কেট এলাকার একাধিক ভ্যানে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে।
কৃষিমার্কেট এলাকা ভ্যান সবজি বিক্রেতা রফিকুল ইসলাম জানান, জোয়ারের মতো দাম বেড়েছে কাঁচা মরিচের। এর কারণ হিসেবে বন্যা আর বৃষ্টিকে দায়ী করেন তিনি। এখন কেজি বিক্রি করছি ২৪০ টাকায়। বাজারের সাপ্লাই বাড়লে আবার কমে যাবে।
টাউনহল মার্কেট এলাকার সবজি বিক্রেতা ফজলুল হক জানান, এখন বাজারে কাচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। তিন দিন আগে ৫ কেজির পাল্লা কিনেছিলাম ৮৫০ টাকা। গতকালও কিনতে হয়েছে প্রতি পাল্লা ৯৫০ টাকা। তবে এ ব্যাপারে দোকানিরা জানান, মরিচের সরবরাহ বাড়লে আবার দাম কমার সম্ভাবনা আছে। শুধু পেঁপে বাদে সব ধরনের সবজির দাম বাজারে বাড়তে শুরু করেছে।