বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী ৬ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আমরা আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা চাইবো। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন একটি সময়ে ঢাকায় আসছেন, তার মাত্র দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছে, তখন আমরা রোহিঙ্গা ইস্যু তুলে ধরবো। তাদের থেকে এই সঙ্কটের রাজনৈতিক সমাধান চাইবো।