শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
পি কাগজ ডেস্ক:
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৩৯ জনের দেহে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯ জন। মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার দেশে করোনায় তিনজনের মৃত্যু হয় এবং ২৯৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩৮ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৮৭০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।