শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

আপডেট
গাজীপুরে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক পরিরার

গাজীপুরে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক পরিরার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক হাসান আলী। তিনি উপজেলার কপাটিয়া পাড়া এলাকার মৃত মীর হোসেনের ছেলে। তিনি বাদী হয়ে (১২ আগষ্ট) শ্রীপুর মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, একই এলাকার ইছান আলী,মো রহমত আলী, ছলিম উদ্দিন, আব্দুল করিম, নূর ইসলাম ,ফজলুল হক, নাঈম, আতিকুল ইসলাম রাজিবসহ অচেনা কয়েকজন।
হাসান আলী জানান, আমি দীর্ঘদিন যাবত শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি। ছেলে মেয়ে শিক্ষক। গত প্রায় ৩৩ বছর যাবৎ ১৬৪ শতাংশ জমি পৈতৃক সূত্রে ও ক্রয় সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফসলাদি করিয়া শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছি। কিছুদিন যাবত অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে গাজীপুর আদালতে দেওয়ানি (মামলা -৩৪৪/২২) দায়ের করা আছে। সম্প্রতি অভিযুক্তরা জমি দখলে নিতে বেপরোয়া হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় দা,লাঠি দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়, এবং জমি চাষের ট্রাক্টর এর মালামাল নিয়ে গেছে। তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ‌‌
স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ইতিপূর্বে এবিষয়ে বৈঠক করে দেখা গেছে রহমত আলী গং প্রকৃতপক্ষে জমির মালিক না। স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিলেও তিনি তা মানেননি।
অভিযুক্ত রহমত আলী জমি সংক্রান্ত বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি‌‌।
শ্রীপুর থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হামিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |