শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
দেশের শতশত পত্রপত্রিকার মাঝে মাত্র এক মাস আগে প্রকাশনা ও সম্পাদনায় দায়িত্ব নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ ইতোমধ্যে হাজার হাজার পাঠকের মন জয় করে নিয়েছে। পত্রিকাটি পৌছে গেছে দেশের বেশ কয়েকটি জেলা-উপজেলায়। তীব্র গরমে চরম সময়ে সকালের চায়ের চুমুকের সাথে হাতে পৌছে যাচ্ছে পত্রিকাটি।
মাত্র ১ মাসের মধ্যে ঢাকা থেকে সম্পূর্ণ চার রঙ্গা ছাপাতে ১৬ জেলায় পৌছে গেছে পত্রিকার সংখ্যা। পত্রিকাটির প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, ‘পত্রিকাটি জনমানুষের হাতে হাতে পৌছে দিতে নিরলস ভাবে কাজ করছে দৈনিক প্রতিদিনের কাগজ টিম। ’
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা একমাস ধরে অনলাইনেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করছে। অনলাইন ভার্ষনের সাথে দৈনিকটি প্রতিদিন আপলোড করছে তাদের ই-পেপার ভার্সন। নান্দনিক ডিজাইন এবং পাঠক উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়েব সাইট । www.pkagoj.com এ পত্রিকাটির অনলাইন ভার্ষন এবং www.pkagoj.com.epaper এ পত্রিকাটির ই-পেপার পড়া যাবে।