শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

আপডেট
বিগত সরকার উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেপ্তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে স্নাতক ডিগ্রি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে সাইকা গণমাধ্যমকর্মীরা জাতির অন্যতম স্তম্ভ, তাঁদের বস্তুনিষ্ঠ হতে হবে; ওয়াদুদ ভূইয়া প্রতিদিন লক্ষ টাকার মাছ বেচাকেনা হয় ঘাটের বাজার মাছের আড়ৎ মির্জাপুরে ভরাট হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের নদী ও খাল অপরূপ সৌন্দর্যে ভরা হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য অটোচালকদের অবরোধে বন্ধ ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল ৬৯বয়সে এইচএসসি পাস করলো আবুল কালাম আজাদ কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই : আনন্দবাজারকে জামায়াত আমির
৪৩৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

৪৩৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৩৭ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২৬টি নমুনা সংগ্রহ করা হয়। ৪ হাজার ৯২০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |