শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ এবং এটিএন বাংলার যৌথ প্রযোজনায় ১১ এপ্রিল শুরু হলো মাসব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘বি এ মিডিয়া স্টার’। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বি এ মিডিয়া স্টারের ৭ম সেশনের উদ্বোধন করা হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগে আগ্রহী এবং সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা এবং তাদের কাজের স্বীকৃতি হিসেবে শতভাগ স্কলারশিপ সুবিধা দিয়ে জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ভর্তির সুযোগ করে দেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের উপদেষ্টা ও আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. গোলাম রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ. এম. এম. হামিদুর রহমান, এটিএন বাংলার বার্তাবিষয়ক উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরন এবং এটিএন বাংলার চিফ রিপোর্টার শফিকুল ইসলাম শামীম।
প্রফেসর ড. গোলাম রহমান বলেন, ‘মিডিয়া টেকনোলজির এই যুগে বি আ মিডিয়া স্টারের মতো ক্যাম্পেইন মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এটিএন বাংলার উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, ‘আমি খুবই আনন্দিত যে এটিএন বাংলা বি আ মিডিয়া স্টারের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে যাচ্ছে, যা কিনা সারাদেশের শিক্ষার্থীদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।’
অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান আফতাব হোসেন। তিনি বলেন, ‘এটিএন বাংলার সঙ্গে যৌথভাবে বি এ মিডিয়া স্টারের আয়োজনে আমরা আনন্দিত। একইসঙ্গে মিডিয়াতে আগ্রহী তরুণদের স্কলারশিপ সুবিধার মাধ্যমে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা সুযোগ দিয়ে আগামীতে দক্ষ মিডিয়াকর্মী তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করছি।’
২০২১ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার সপ্তম সিজন চলছে এখন। প্রায় ২১ জন শিক্ষার্থী বি আ মিডিয়া স্টার ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন স্কলারশিপে বর্তমানে পড়াশোনা করছে।
বি এ মিডিয়া স্টারের এই প্রতিযোগিতায় মূলত সারাদেশের এইচএসসি পাস শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। তারা সংবাদ রিপোর্ট, ভিডিও কন্টেন্ট, ডকুমেন্টারি, সিনেমা, তথ্যচিত্র তৈরি, ছবি তোলার দক্ষতাসহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিজয়ীদের কাজগুলো এটিএন বাংলা সম্প্রচার করবে।
প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং বিভাগের অফিসে সরাসরি যোগাযোগ করা যাবে।
পি.কা .এইচ. এম. সালাহ উদ্দীন কাদের