শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

আপডেট
বিএনপি-পুলিশ সংঘর্ষে প্রতিদিনের কাগজ’র সাংবাদিক রাজন গুলিবিদ্ধ

বিএনপি-পুলিশ সংঘর্ষে প্রতিদিনের কাগজ’র সাংবাদিক রাজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার পারভেজ খান রাজন আহত হয়েছে। শনিবার ২৮ (অক্টোবর) বিকেল ৩টার দিকে নাইটিঙ্গেল মোড়ে গুলিবিদ্ধ হন তিনি।

দৈনিক প্রতিদিনের কাগজ’র নির্বাহী সম্পাদক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কাকরাইলে বাসে আগুন

জানা যায়, বিএনপি-পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া রাবার বুলেট রাজনের মাথায় ও পিঠে লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার মাথায় দুইটি, ঘাড়ে ও পিঠে একটি গুলি লাগে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |