সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
ময়মনসিংহের ত্রিশাল এর ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ত্রিশাল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ এবিএম আনিছুজ্জামান। (০৮ এপ্রিল ) সোমবার ইফতারের পূর্ব মূহুর্তে ফিতা কেটে উপজেলা পরিষদের সামনে মেইন রোডে অবস্থিত কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। ত্রিশাল প্রেসক্লাবের আহ্বায়ক , সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও দৈনিক বণিকবার্তা পত্রিকার সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এবিএম আনিছুজ্জামান (আনিছ) এমপি বলেন, আমি ত্রিশাল প্রেসক্লাবের উন্নয়নে সবধরণের পদক্ষেপ নিবো। এই প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ায় আমি কৃতজ্ঞতা জানাই। আমি ত্রিশালের উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। আমি সাংবাদিকদের সহযোগিতা চাই।
ত্রিশালকে উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। ত্রিশাল প্রেসক্লাবের সদস্য ও আইবিএম টেলিভিশন এর নিউজ এডিটর জান্নাতুল ফারুকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক জনাব খায়রুল আলম রফিক। বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব এবং দৈনিক জাহান পত্রিকার সাংবাদিক এস.এম হুমায়ুন কবীর, সদস্য ও ডেইলী প্রেজেন্ট টাইমস্ পত্রিকার সাংবাদিক আনোয়ার সাদত জাহাঙ্গীর। প্রধান অতিথি আলহাজ এবিএম আনিছুজ্জামান (আনিছ) এমপিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি প্রেসক্লাবের সদস্যদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। ইফতারের পর সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ) দৈনিক মাটি ও মানুষ পত্রিকার অনলাইন চ্যানেলটির শুভ উদ্বোধন করেন।