শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

আপডেট
শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা এবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার বিকেল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নে চলমান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা।

বৃহস্পতিবার রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুলাই) কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো পালিত হয় ‘বাংলা ব্লকেড’। বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্লকেড পালনের চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের বাধায় অনেক জায়গায়ই আন্দোলন পণ্ড হয়। তবে রাজধানীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ অবরোধ করেন।

বিকেল ৫টার পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়, পরে সরে যায়। শিক্ষার্থীদের অবরোধের কারণে এখনো শাহবাগের আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |