শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

আপডেট
আশা করি, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আশা করি, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। একে একে সব অপরাধীদের চিহ্নিত করা হবে। ইতোমধ্যে জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছি। বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিন কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবি, আনসারসহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আমরা অপরাধীদের একে একে চিহ্নিত করবো। পুলিশকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। পুলিশ সদস্যকে মেরে ফাঁসি দিয়ে গাছে টানিয়ে রেখেছে। এ চিত্র আপনারা দেখেছেন। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কারফিউ দিয়েছি। আশা করি, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। এ সময় আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |