সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক সেবা পেতে কিংবা সংশোধনসহ সব ধরনের সমস্যার সমাধানে নির্বাচন কমিশনের হটলাইন নম্বর ১০৫-এ টোল ফ্রি কথা বলা যাবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সেবা মিলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৮ অক্টোবর) ইসির পরিচালক শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নির্বাচন কমিশন জানায়, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডিবিষয়ক যেকোনো সেবার জন্য নিজ জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারবেন।