সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউনহলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন সুখী-সুন্দর বাংলাদেশ এবং প্রত্যেকের ঘর থাকবে, শিক্ষায় আলোকিত হবে। অন্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসাসহ প্রত্যেকের মাথা গোঁজার ঠাঁই হবে। এমন দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রী অনড়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। তারা বোমাবাজির রাজনীতি করে। তারা লাঠি দিয়ে মানুষ মারার রাজনীতি করে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চরফ্যাশন পৌর মেয়র মো. মোরশেদ, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্র।