বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

নৈতিকতা ও মূল্যবোধে এক্সিলেন্সি অর্জন করতে হবে: জামায়াত আমির

নৈতিকতা ও মূল্যবোধে এক্সিলেন্সি অর্জন করতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: একাডেমিক ক্ষেত্রে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি ছাত্রীদের নৈতিকতা ও মূল্যবোধের ক্ষেত্রেও এক্সিলেন্সি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার শহিদ আবদুল মালেক মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্রীসংস্থার বার্ষিক সদস্যা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে ছাত্রী অঙ্গনে ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রীদের উন্নত নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একাডেমিক ক্ষেত্রে যেমন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড অর্জন করতে হবে, তেমনি নৈতিকতা ও মূল্যবোধের স্থানেও এক্সিলেন্সি অর্জন করতে হবে।

তিনি বলেন, সন্তানের ওপর মা জাতির প্রভাব খুব বেশি। এজন্য কুরআন-সুন্নাহ’য় মায়ের মর্যাদার ওপর অনেক বেশি গুরুত্বারোপ করা হয়েছে। কুরআনে বর্ণিত মায়ের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হবে। মা জাতির এ সম্মানের জায়গা ধরে রাখতে আমাদের অগ্রাধিকার দিতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মা-বাবা তথা অভিভাবকগণ মেয়ে সন্তানের দিকে একটু বেশি খেয়াল রাখেন বা পেরেশানিতে থাকেন। তাই তাদের পেরেশানিমুক্ত রাখার দিকে নজর দিতে হবে। এজন্য ছাত্রীদের পড়াশোনাসহ দৈনন্দিন কাজ যথাসময়ে যথারীতি সম্পাদনের দিকে নজর দিতে হবে।

সাংগঠনিক কাজ গতিশীল ও সহজবোধ্য করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ছাত্রীসংস্থার রিপোর্ট সিস্টেমসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম ছাত্রী সমাজের উপযোগী করে উপস্থাপন করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী ডাক্তার তাহসিনা ফাতিমার সভানেত্রীত্বে অনুষ্ঠিত বার্ষিক ওই সদস্যা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |