শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

একটি কবিতার শেষ ইচ্ছা

একটি কবিতার শেষ ইচ্ছা

একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে-- বিলিয়ন বিলিয়ন শুক্রাণুযোদ্ধাকে পরাস্ত করে ইতোমধ্যে সেই কবিতা এক নিষিক্ত মাতৃ জঠরের অধিপতি,

একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে–
বিলিয়ন বিলিয়ন শুক্রাণুযোদ্ধাকে পরাস্ত করে ইতোমধ্যে সেই কবিতা এক নিষিক্ত মাতৃ জঠরের অধিপতি,
ধেইধেই করে বেড়ে উঠা কবিতা

কখনো হতে চায় হালাকু খান চেঙ্গিস, কখনো আলেকজান্ডার কখনো হিটলার–কবিতা জানে এই অনিবার্য বীর যোদ্ধার রক্তাক্ত ইতিহাস,
কখনো সক্রেটিস হয়ে পিয়ে যেতে চায় প্রহসনের একপেয়ালা গণতান্ত্রিক হেমলক।
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে–পৃথিবীর প্রবল নিশ্ছিদ্র নিরাপদ দুর্গে,
ধেইধেই করে বড় হচ্ছে শিশু মুসার মত তাঁর প্রবল শত্রুর ঘরে,
একটি কবিতা বড় হচ্ছে বায়তুল মুকাদ্দাসের অন্দরমহলে মরিয়মের গর্ভে—জিব্রিলের কুদরতি ফুঁকে কবিতাটি যীশুর বাণীর মত এক ঐশ্বরিক বাণী হতে চায়–কবিতা জানে একদল মানুষ তাকে অস্বীকার করে ক্রুশ বিদ্ধ করবে।
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে ইব্রাহীমের মত পৌত্তলিক পিতার ঘরে–কবিতা জানে নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে ভষ্ম হতে হবে তাকে।
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে– কবিতাটি নুহের প্লাবন হতে চায়,হতে চায় বিশ্বাসীদের তরণী,ইউনুস নবীর জপমাল্য।
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে–কেনানের অন্ধ কুপে, কখনো ক্রিতদাস হয়ে ইজিপশিয়ান বাদশার প্রাসাদে,
একটি কবিতা বড় হচ্ছে প্রাসাদ থেকে কারাগারে অত:পর জুলেখার বরমাল্য হয়ে মিশরের সিংহাসনে।
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে–কবিতাটি কখনো তাওরাত-যাবুর-ইঞ্জিল থেকে পবিত্র কুরআন হতে চায়,হতে চায় হেরার গুহায় মুহাম্মদের ধ্যানে লব্ধ প্রভুর প্রথম বাণী।
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে–কবিতাটি শেষ পয়গম্বরের সত্যভাষণ হয়ে মানব মুক্তির সনদ হতে চায়।
একটি কবিতা ক্রমশ বড় হতে হতে প্রথম আকাশ থেকে বায়তুল মুকাদ্দাসের সিঁড়ি বেয়ে নেমে আসতে চায় শান্তির ফল্গুধারা হয়ে–একটি কবিতা থামাতে চায় প্যালেস্টাইনে শিশুর কান্না,ছিন্নভিন্ন  লাশের শরীর বেয়ে নেমে আসা রক্তস্রোত–একটি কবিতা ক্রমশ হতে চায় বৌদ্ধের অহিংস বার্তা,লিংকনের ম্যাগনাকার্টা–দাসত্বের শৃঙ্খল ভাঙ্গা  নজরুলের বিদ্রোহী কবিতা।
একটি কবিতা ক্রমশ ধেইধেই করে বড় হচ্ছে–একটি কবিতা কখনো মুসা কখনো ঈসা কখনো মুহাম্মদ হতে চায়,
একটি কবিতা ক্রমশ বড় হচ্ছে–কবিতাটির শেষ ইচ্ছা রেসকোর্স ময়দানে শেখ মুজিবের তর্জনী বেয়ে সে যেন হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতা।

লেখক:কবি ও অর্থনীতির অধ্যাপক, বঙ্গবন্ধু গবেষক, কলামিস্ট,সাবেক ছাত্রলীগ নেতা।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |