শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

আপডেট
মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং নিয়ে যা বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং নিয়ে যা বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রয়োজনে মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক বলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবার বাসাতেই তো লোডশেডিং চলছে, কেউ বাদ যাচ্ছে না।

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

লোডশেডিং আস্তে আস্তে কমে আসছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং দিতে বাধ্য হয়েছি। যেহেতু জ্বালানি ও গ্যাস সর্টেজ। আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। এতে আমরা সাশ্রয় করতে পারছি। এখন আমরা লোডশেডিং কমাচ্ছি।

নসরুল হামিদ বলেন, আগে যে ট্রেন্ড ছিল (বিদ্যুতের বেশি চাহিদা) সকাল ১০টা থেকে বাড়ে, এখন তা সকাল ৯টা থেকে বাড়া শুরু করেছে। এর মানে সিটির ভিতরে ডেসকো এবং ডিপিডিসির পিক আওয়ার থাকে দুপুরে, কিন্তু পরিবর্তন হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা চাচ্ছি সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারব।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আজকে থেকে নিশ্চিত করতে চাই, মধ্যরাত থেকে সেচ পাম্পের জন্য আগামী ১৫ দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এটি আমার মনে হয় সম্ভব করে ফেলব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |