রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

হরতালে ডিউটি শেষে ফেরার পথে বাস উল্টে ১৪ পুলিশ সদস্য আহত

হরতালে ডিউটি শেষে ফেরার পথে বাস উল্টে ১৪ পুলিশ সদস্য আহত

নিত্যপণ্য, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে ডিউটি শেষে ব্যারাকে ফেরার পথে বাস উল্টে পুলিশের ১৪ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের পর কদমতলা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা জেলা কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৪ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা একটু গুরুতর, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে পঙ্গু হাসপাতালে ও আরেকজনকে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট। ঢাকার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের মধ্য দিয়ে পালিত হয় হরতাল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |