শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১২ অপরাহ্ন

আজ সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

আজ সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

পার্শ্ববর্তী দুই দেশ ভারত-পাকিস্তান। রাজনৈতিক ও সীমান্ত নিয়ে নানা বৈরিতার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না। আর তাই ক্রিকেটে সবচেয়ে কম সময়ে দেখা যায় এই দুই দেশকে। তাদর একটি ম্যাচের জন্য প্রায়শই মুখিয়ে থাকে ক্রিকেট প্রেমীরা। তবে এবার এশিয়া কাপে যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এক সপ্তাহের ব্যবধানে দুইবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রবিবার (৪ সেপ্টেম্বর) সুপার ফোর পর্বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

এর আগে গত ২৮ আগস্ট এশিয়া কাপের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জেতে ভারত। পাকিস্তানের জন্য তাই সুপার ফোর পর্বের লড়াইটি এক অর্থে প্রতিশোধের। এমনিতেই মর্যাদার লড়াই। তার ওপর এক সপ্তাহ আগে হার। পাকিস্তান চাইবে যে করেই হোক প্রতিশোধ নিতে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |