শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

আপডেট
২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৮৮ হাজার

২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৮৮ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ৫ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ৩৩৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৭০৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৯ জন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ৮৯ হাজার ৯১১ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৮৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৯২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৬৬৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৮১৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৭ জন, রাশিয়ায় ৮৬ জন, ইতালিতে ৩৪ জন, তাইওয়ানে ২৯ জন এবং চিলিতে ২৭ জন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১০ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |