শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা

প্রাইভেটকারের ধাক্কায় সহপাঠী মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১টা থেকে তারা ফার্মগেট এলাকার পুলিশ বক্সের সামনে দুই পাশের রাস্তা অবরোধ করে রাখেন।পরে তারা ফার্মগেট থেকে কারওয়ান বাজারমুখী রাস্তার অবরোধ করে। পরে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করে।

অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, রোববার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন নামের ১৭ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন: বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আন্দোলন ও গণবিক্ষোভে নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |