বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

এবার খাবার বিক্রেতা সাকিব আল হাসান!

এবার খাবার বিক্রেতা সাকিব আল হাসান!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু মাঠেই নয়, চমক দেখিয়েছেন নানা বিজ্ঞাপনে। সবশেষ তাকে পাওয়া গেছে চলচ্চিত্রের আঁতুরঘরে। তাও আবার ভিন্ন লুকে; মাথায় কোঁকড়ানো চুল, গোঁফ ও গলায় লকেট। এবার ক্রিকেটের এই তারকাকে পাওয়া গেল খাবার বিক্রেতা হিসেবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাকিব একটি ছবি প্রকাশ করেন। যেখানে তাকে দেখা গেল স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায়! খোলা রাস্তায় গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, হাতে খাবার ও সসের বোতল। বোঝা যায়, কোনো ক্রেতাকে তিনি খাবার সাজিয়ে দিচ্ছেন। আর ক্যাপশনে হ্যাশট্যাগ দেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানকে।

এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য না পাওয়া গেলেও নির্মাতা আদনান আল রাজীব জানান, এটি একটি বিজ্ঞাপনের ছবি যা নির্মাণ করছেন তিনি।

তার ভাষ্য, ‘সাকিবকে নিয়ে গ্রে অ্যাজেন্সির মাধ্যমে এক সঙ্গে তিনটি কাজ করেছি। যার প্রথমটি সবাই দেখেছেন, বাস কন্ড্রাক্টর। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর ছাড়ব আরেকটি ক্যারেক্টার। ওখানেও সারপ্রাইজ আছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |