বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত জেলেনস্কি

সড়ক দুর্ঘটনায় আহত জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাজধানী কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ। তবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কখন এ দুর্ঘটনা ঘটেছে সেটি প্রকাশ করেননি তিনি।

সের্হি নাইকিফোরভ বলেন, দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে চিকিৎসক পরীক্ষা করেন। তবে তিনি কোনো গুরুতর আঘাত পাননি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে।

এদিকে, জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হয়েছেন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্স আরও জানায়, দুর্ঘটনার বিষয়ে নাইকিফোরভ বিবৃতি দেওয়ার কিছুক্ষণ পরই জেলেনস্কির কার্যালয় থেকে তার ভিডিও বার্তা প্রকাশিত হয়। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করেন ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |