রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে কলাগাছের সাথে শত্রুতা ক্ষতি ৬ লক্ষ টাকার

নরসিংদীতে কলাগাছের সাথে শত্রুতা ক্ষতি ৬ লক্ষ টাকার

সাইফুর নিশাদ ,নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে প্রকাশ্যে এক কৃষকের কলা বাগানের তিনশ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১০ টার দিকে মনোহরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চন্দনবাড়ী এলাকার রফিকুল ইসলামের বাগানের গাছগুলো কর্তনের ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামের স্ত্রী সাহিনা বেগম। সরেজমিনে জানা যায়, চন্দনবাড়ী এলাকার কৃষক রফিকুল ইসলাম বাড়ীর পাশে এক বিঘা জমিতে বানিজ্যিকভাবে তিনশ কলাগাছ রোপন করেছিলেন।
\
এক মাস পরই কলা বাগান থেকে কলা বাজারজাত করার কথা থাকলেও ধারালো অ¯্র দিয়ে সবগুলো কলার গাছ কেটে বিনষ্ট করে। বাগানের মালিক রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইবরাহিমের সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকাল ১০টায় ইবরাহিম ও মাহবুবের নেতৃত্বে¡ কয়েকজন লোক দা দিয়ে কেটে গাছ গুলো বিনষ্ট করে দিয়েছে। এতে আমাদের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
গাছগুলো কাটার এসময় আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকে দা দিয়ে ধাওয়া দেয় অ¯্রধারীরা। এ ঘটানার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাগান মালিক রফিকুল ইসলাম। এ বিষয়ে অভিযুক্ত ইবরাহিমের স্ত্রী বুলি বেগম কলাগাছ কাটার কথা স্বীকার বলেন, ‘রফিকুল ইসলামের কাছে ওয়ারিশ সূত্রে আমরা জমি পাই। তিনি আমাদেরকে জমি বুঝিয়ে দিচ্ছেন না। সেই ক্ষোভ থেকে গাছ কেটে দিয়েছি।’ মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |