সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

আপডেট
কতটা ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’ বনানী থেকে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী গ্রেপ্তার ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের তথ্য দিলেই পুরস্কার কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের
গাজীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৫

গাজীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৫

গাজীপুরে শোক মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১১ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এর আগে বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ ৩৫ জন আহত হয়েছেন।

 

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বলেন, সোমবার বিকেলে সড়ক অবরোধ করে মিছিল করতে নিষেধ করলে বিএনপি ও অঙ্গসংঘঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা বিক্ষিপ্তভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে মহানগর পুলিশের এসআই উৎপল, কনস্টেবল কামরুল ইসলাম, মনির হোসেন ও মো. সাব্বির হোসেন আহত হন। পরে পরিস্থিতি নিযন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়।

তিনি আরও জানান, পুলিশি কাজে বাধা ও হামলার অভিযোগে গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক আল আমিন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি একেএম ফজুলল হক মিলন, সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুলসহ ৫৪ জন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেন। এ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। সংঘর্ষে আহত হন পুলিশের সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, সোমবার বিকেলে পূর্বঘোষিত শোক সভা শেষে শান্তিপূর্ণ শোক মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি ভাওয়াল রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করার সময় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সেখানে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আমাদের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এলোপাতাড়ি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে আমাদের প্রায় ৩৫ জন নেতা-কর্মী আহত হন। আহত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন, কালিয়াকৈর উপজেলা যুবদল নেতা শাহ প্রমুখ। তাদের উদ্ধার করে গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |