শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহে আ. লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া

ময়মনসিংহে আ. লীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিকেলে ময়মনসিংহে রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এর বাইরে নগরীর কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিকেল ৪টার দিকে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। সাড়ে ৪টার দিকে বিএনপির সমাবেশ থেকে অনেকে ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসতে থাকে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। তবে এ সময় রেলস্টেশন এলাকায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশৃঙ্খলা এড়াতে নগরী জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্ট ও সমাবেশের আশপাশ এলাকা ঘিরে এই পুলিশ মোতায়েন করা হয়। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুপুর ১টার দিকে আওয়ামী লীগের অবস্থান না থাকলেও মোতায়েন ছিল পুলিশ।

দুপুর ২টা বাজার কিছুক্ষণ আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়। ২টা ২০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও এর আগেই পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর নেতাকর্মীরা আশ্রয় নেন মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |