সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

আপডেট
মুরাদনগরে উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান গোপালপুরে ১৪’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা নালিতাবাড়ীতে গারো পাহাড়ের ঢাল থেকে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও র‍্যালি স্ত্রীর ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারুন মেম্বার গ্রেপ্তার খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের উদ্বোধন হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : আসিফ নজরুল হঠাৎ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগের ঝটিকা মিছিল নারায়ণগঞ্জে যানজট নিরসন, চাঁদাবাজী বন্ধ ও বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন
নিত্যপণ্যের দাম খুব বৃদ্ধি পায়নি : বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দাম খুব বৃদ্ধি পায়নি : বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপণ্যের দাম কিন্তু খুব বেশি বৃদ্ধি পায়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এ অবস্থা হয়েছে, এ জন্য আমাদের সহ্য করতে হবে। আশাকরি এ সমস্যা কেটে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে, সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখব। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বলা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, নিত্যপণ্যের দাম অ্যাডজাস্ট করতে প্রতিমাসে একবার করে রিভিউ করা হয়। ট্যারিফ কমিশন দাম ঠিক করে দেয়।

তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, এখানেও কমানো হয়েছে। এ বিষয়টি বেশি বেশি প্রচার করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

টিপু মুন্সি আরও বলেন, ওভারঅল প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এর কারণ টাকার মান কমে যাওয়া ও ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি বলে দাবি করেন তিনি।

এর আগে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস চৌধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |