শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

আপডেট
কুলিয়ারচরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি করায় গোয়ালন্দে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে গাজীপুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ‘৯২ ব্যাচ’ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে ৩ দিনের রিমান্ডে কৃষকলীগ সভাপতি সমীর চন্দ মিরসরাইয়ের রুপসী ঝরনায় ডুবে দুই পর্যটকের মৃত্যু ইবির পাখিচত্বরের বৈচিত্র্য ফেরাতে অভয়ারণ্যের উদ্যোগ জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সলির জাকরি হোসনে সহ গ্রেফতার ৪
আদালতের আদেশে ইভিএমে ভোট পুন:গণনা করল ইসি

আদালতের আদেশে ইভিএমে ভোট পুন:গণনা করল ইসি

এবারই প্রথমবারের মতো আদালতের আদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের ফলাফল পুন:গণনা করল নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনে এ কাজটি সম্পন্ন করেছে সংস্থাটি।

রবিবার (৬ নভেম্বর) ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনঃগণনা করা হয়েছে। ওই নির্বাচনে ৬নং সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুন:গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ভোট পুন:গণনার আদেশ প্রদান করেন।

এ আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুন:গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মহাপরিচালকের নেতৃত্বে ৫সদস্যের কমিটি গঠন করেন। এ কমিটি গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুন:গণনা করেন। এসময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

ভোট পুন:গণনার জন্য নির্বাচনী মালামালের সীলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। ইভিএম এ ভোট গ্রহণ করা হলেও তা পুনঃগণনা করা যায়। এবারই প্রথম আদালতের আদেশে ইভিএম এ ভোট গ্রহণের ফলাফল পুন:গণনা করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |