শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
এবারই প্রথমবারের মতো আদালতের আদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের ফলাফল পুন:গণনা করল নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনে এ কাজটি সম্পন্ন করেছে সংস্থাটি।
রবিবার (৬ নভেম্বর) ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনঃগণনা করা হয়েছে। ওই নির্বাচনে ৬নং সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুন:গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ভোট পুন:গণনার আদেশ প্রদান করেন।
ভোট পুন:গণনার জন্য নির্বাচনী মালামালের সীলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। ইভিএম এ ভোট গ্রহণ করা হলেও তা পুনঃগণনা করা যায়। এবারই প্রথম আদালতের আদেশে ইভিএম এ ভোট গ্রহণের ফলাফল পুন:গণনা করা হয়েছে।