মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

ফরিদপুরে প্রতারণা মামলায় ৪ ইউপি মেম্বার জেলহাজতে

ফরিদপুরে প্রতারণা মামলায় ৪ ইউপি মেম্বার জেলহাজতে

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের এক মেম্বারের প্রতারণা মামলায় চারজন ইউপি মেম্বারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (০৬ নভেম্বর) আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওই চার ইউপি মেম্বার হলেন- রুপাপাত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খন্দকার আইয়ুব আলী মঙ্গল (৪৮), ২ নম্বর ওয়ার্ডের মো. মুনজুরুল ইসলাম (৪০), ৩ নম্বর ওয়ার্ডের রকিবুল বানিস (৩৬) ও ৪ নম্বর ওয়ার্ডের খুরসিদুল বারি টিটু (৫২)।

জানা যায়, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আওয়াল মোল্যা (৬০) মাস খানেক আগে ফরিদপুর আদালতে ওই চার মেম্বারের নামে ৪২০, ৪০৬ টাকার (প্রতারণার) মামলা করেন। ওই প্রতারণা মামলায় রোববার (৫ নভেম্বর) ফরিদপুরের আদালতে হাজির হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চার মেম্বারের হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আওয়াল মেম্বার তাদের নামে আদালতে প্রতারণার মামলা করেন। ওই মামলায় রোববার তারা আদালতে হাজির হন। এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |