শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

আপডেট
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে বিকেলে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলাস্থ জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন পরিপালন করবেন।
এর আগে, রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। সবগুলো ব্যাংক নিরাপদে আছে এবং গ্রাহকদের আমানতও নিরাপদ আছে। কোনো গ্রাহকের যদি আমানত সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তাহলে ১৬২৩৬ নম্বারে কল করে তা জানতে পারবে।
এর আগে, ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |