বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন

মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” – এই স্লোগানে মাগুরার শ্রীপুরে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুন্ডু।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার কাজী সোহাগের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম জানান, ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
 কর্মসূচির মধ্যে রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। ফায়ার সার্ভিস আঙ্গিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্বারা সজ্জিত করণ। জাতীয়, আঞ্চলিক পত্রিকায় ওয়েবসাইটে বিজ্ঞাপন, ছবি, সংবাদ ও ভিডিও প্রচার। জাতীয়, আঞ্চলিক টেলিভিশনে, ডিশ লাইনে স্ক্রল প্রচার, ফেসবুকে বুস্টিং। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় । সকল স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নি নির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শন ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |