মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

আ. লীগের সংবাদ প্রকাশে সতর্ক থাকার অনুরোধ কাদেরের

আ. লীগের সংবাদ প্রকাশে সতর্ক থাকার অনুরোধ কাদেরের

আওয়ামী লীগকে নিয়ে মিথ্যা সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে দেশের গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানী বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরকে মিথ্যা দাবি করে এমন অনুরোধ জানান তিনি।
গতকাল (সোমবার) সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহত হয়েছেন পঞ্চাশ জন। সেখানে আজমল হোসেন চৌধুরী ওরফে আরমান নামে এক ব্যক্তি মারা যান। তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আওয়ামী লীগও দাবি করেছে, তিনি কর্মসূচিতে ছিলেন না।
নিহত ব্যক্তি সম্মেলনের ধারে-কাছেও ছিলেন না দাবি করে ওবায়দুল কাদের বলেন, তিনি বাড়িতে ছিলেন। বাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মারা গেছেন এখন বলা হচ্ছে আমাদের সম্মেলনে মারামারিতে একজন মারা গেছে। তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।’
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের উপজেলা সম্মেলন ঘিরে ছোটখাটো ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা মঞ্চে বসে থাকলেও পরে ভালোভাবে সম্মেলন শেষ হয়। সকালে পত্র-পত্রিকায় দেখলাম ১ জন মারা গেছে। এটা মৃত হওয়ার সুবাদে প্রথম পাতায় উঠে এসেছে। সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটে নাই। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা…।’
তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে, একটা লোক দুবাই থাকে। সে দেশে আসছে৷ সে তার বাড়িতে ছিল। বাড়ি ওখান থেকে অনেক দূরে। সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়৷ তিনটা বাজে ওর পরিবার ওকে হাসপাতালে নিয়ে গেছে। স্ট্রোক করে মারা গেছে, এর সাথে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নাই। কোনোভাবেই সম্মেলনের সাথে এ ঘটনা যুক্ত নয়।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |