বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

‘খেলা হবে’ রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল

‘খেলা হবে’ রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল

দেশের রাজনীতিতে বহুল চর্চিত ‘খেলা হবে’ কথাটি কখনোই কোনো ধরনের রাজনৈতিক স্লোগানটি হতে পারে না বলে জান ইয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি জানান, ‘হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন, আমার বিবেক বলে, এই স্লোগানটা এইভাবে না দেওয়া উচিত।’
গতকাল শনিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ জানান, ‘আমরা আজকাল একটা স্লোগান বের করেছি খেলা হবে, খেলা হবে। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না। এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না। রাজনৈতিক মারপ্যাঁচ হবে, রাজনৈতিকভাবে আমরা বক্তব্য আমি দেব। কী একটা কথা, শুনতেও ভালো শোনা যায় না!’
এসময় ‘খেলা হবে’ স্লোগান না দেওয়ার অনুরোধ জানান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি বলেন, পলিটিক্সে মারপিট হবে, আমার বক্তব্য আমি দেব। কিন্তু কী একটা কথা, খেলা হবে! কেউ অসন্তুষ্ট হতে পারেন, তবে আমার বিবেক বলে, এই স্লোগানটা এভাবে দেওয়া উচিত না।বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তারা কথায় কথায় বলে সরকারের পতন। সরকার পতন এতো সহজ! বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত। আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |