শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

আপডেট
জামিন পেলেন আমান-জুয়েল, কারাগারে রিজভীসহ ৪২৭ নেতা

জামিন পেলেন আমান-জুয়েল, কারাগারে রিজভীসহ ৪২৭ নেতা

রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আবদুল কাদের জুয়েল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে অসুস্থ বিবেচনায় তাদের জামিনের আদেশ দেন।

এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলটির ৪২৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহিদুল আলম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তাদের পক্ষে জামিন আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার।

তবে তাদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |