শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

আপডেট
সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত : প্রধান উপদেষ্টা কালীগঞ্জে গড়ে উঠেছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এর লিখিত পরিক্ষা সংক্রান্তে ব্রিফিং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত সেন্ট মার্টিন ভ্রমণে অ্যাপে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল পাস মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাংগঠনিক কর্মশালা গণঅভ্যুত্থানে  নিহত ও আহতদের স্বরণে কেশবপুরে স্বরণ সভা শিক্ষার্থী ভর্তি ও শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবো – বাকৃবি উপাচার্য
বিশ্বে করোনায় আরও ১১০৪ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ১১০৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭২৫ জন। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ লাখ ৭৫ হাজার ৯৬১ জন আক্রান্ত হয়েছে জাপানে। ২৬৬ জনের মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৭২ জন এবং মারা গেছেন ২৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ১৩৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ৩২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৭৩১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৮৬ জন। জাপানে মারা গেছেন ২১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬১ হাজার ৬৭৯ জন। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৩১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |