শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

জয়পুরহাটে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি :  জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের আকরাম হোসেন, মোক্তার হোসেন, মো. এনজার ও এনামুল হক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলা বিচারাধীন থাকা অবস্থায় মামলার আরেক আসামি মারা যান।

আদালত ও মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৭ অক্টোবর সকালে আসামিরা আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামে মোয়াজ্জেম হোসেনসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত মোয়াজ্জেমকে স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে আক্কেলপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছিল।

২০০৭ সালের ৩০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন আক্কেলপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা দেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |