শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আরও ১৩৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩ জনের মৃত্যু এবং ৪৭ হাজার ৩০ জন আক্রান্ত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে রাশিয়া। দেশটিতে একদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ১৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৯৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯১২ জন এবং মারা গেছেন ১৩ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৯৬ জন এবং মারা গেছেন ২২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৪১ জন এবং মারা গেছেন ৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫৬ লাখ ৮৬৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪২ হাজার ৩৬০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |