শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

আপডেট
বিশ্বকাপের আগেই নতুন কোচ পেল বাংলাদেশ

বিশ্বকাপের আগেই নতুন কোচ পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন স্পিন বোলিং কোচ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে টাইগারদের ডেড়ায় ভিড়িয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সবশেষ নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালীন বাংলাদেশ ছেড়েছিলেন রঙ্গনা হেরাথ। সিলেট টেস্টের সময় অস্ট্রেলিয়ার বিমান ধরলেও স্পিন বোলিং কোচ হিসেবে পছন্দ হওয়ায় কয়েক মাস পর লঙ্কান গ্রেটকে পেতে চেষ্টা চালায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরে ২০০ দিনের চুক্তির প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত হেরাথের সঙ্গে বনিবনা হয়নি বিসিবির।

হেরাথ চলে যাওয়ার পর থেকেই ফাঁকা রয়েছে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদ। বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে সেটা করতে চায় না বাংলাদেশ। মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন মুশতাক আহমেদ। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক লেগ স্পিনারকে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি। অনুশীলন ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুশতাক।

চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ওই সময় থেকেই টাইগার শিবিরে যোগদানের কথা রয়েছে মুশতাকের। টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |