শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

আপডেট
ভারতের সঙ্গে একাই লড়ে গেলেন জ্যোতি

ভারতের সঙ্গে একাই লড়ে গেলেন জ্যোতি

ভারতের সঙ্গে একাই লড়ে গেলেন জ্যোতি

ক্রীড়া ডেস্ক: দলের বিপদে প্রায়ই হাল ধরতে দেখা যায় বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। সেটা খাদের কিনারা থেকে দলকে জেতানো অথবা দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা—পরিস্থিতি যেমনই হোক, জ্যোতি উদ্ধারকর্তার কাজটা করে যান। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতের মেয়েরা।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশ করেছে ২০২৩ সালে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে গত বছরের মে মাসে বাংলাদেশের মেয়েরা জেতে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে। বাংলাদেশকে এবারও করতে হতো একই রান। তবে বাংলাদেশ আজ আটকে গেছে ১০১ রানে। যার মধ্যে অধিনায়ক জ্যোতি একাই করেছেন ৫১ রান।  এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা শুরুটা করেন  আক্রমণাত্মক। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা করে ১৭ রান। তবে দলীয় ১৮ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন ইয়াসতিকা ভাটিয়া। তৃতীয় ও চতুর্থ উইকেটে শেফালি ভার্মা ও হারমানপ্রীতের সঙ্গে ৪৩ ও ৪৫ রানের দুটি জুটি গড়তে অবদান রেখেছেন ভাটিয়া। তবে শেষের দিকে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ১০৬ রান থেকে ভারতের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৪৫ রানে। ৩৬ রান করা ভাটিয়াই ভারতের সর্বোচ্চ স্কোরার। ২৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। বাংলাদেশের সেরা বোলার রাবেয়া খান। ৪ ওভার বোলিং করে ২৩ রানে নেন ৩ উইকেট।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |