শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

আপডেট
চাঞ্চল্যকর ওয়ালটন শো-রুমে চুরি মামলার রহস্য উদঘাটন , গ্রেফতার ১

চাঞ্চল্যকর ওয়ালটন শো-রুমে চুরি মামলার রহস্য উদঘাটন , গ্রেফতার ১

চাঞ্চল্যকর ওয়ালটন শো-রুমে চুরি মামলার রহস্য উদঘাটন , গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন চর হোসাইনপুর আলী হোসেন ফাউন্ডেশন মার্কেটে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমের মেইন গেইটের ০৫টি তালা ভাঙ্গিয়া টেলিভিশন ১২ টি মোবাইল ১৩ টি, ওভেন ০৩ টি, গ্যাসস্টোভ ১ টি, আয়রন ৪ টি, আই.পি.এস ২টি, রাইসকুকার ৩ টি, সাউন্ডবক্স ১টি, রুমহিটার ১ টি মূল্য ১,৯৫০/-টাকা, কেটলি ১ টি, ব্লেন্ডার ১ টি, গ্রাইন্ডার ৪ টি, সর্বমোট ৫৩ টি অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়। এই সংক্রান্তে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-১৭/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। গত ১৬/০২/২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৭.১৫ হইতে ইং ১৭/০২/২০২৪ তারিখ

মামলাটি পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় তদন্তের জন্য ডিবিতে ন্যাস্ত করিলে মোঃ ফারুক হোসেন, অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার, পিপিএম, এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার ও সংগীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকা বনানী থানা এলাকা হইতে ইং ১২/০৬/২০২৪ তারিখ ২৩.৫৫ ঘটিকার সময় মামলার ঘটনায় জড়িত আসামী ১। মোঃ রাসেল (৩৮), পিতা- জামাল ওরফে টাক্কু জামাল, মাতা-মৃতঃ মালেকা বেগম, সাং-চাখার (বড় বৈৎসর), থানা-বানারীপাড়া, জেলা-বরিশালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে মামলার চোরাই ০৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবত গাড়ী যোগে আসিয়া বিভিন্ন শো-রুমে তালা কেটে চুরি করিয়া থাকে মর্মে জানা যায়।ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী এর নামে ০১টি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের ও চোরাই মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |