বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

জুলাই গণহত্যা মামলায় মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

জুলাই গণহত্যা মামলায় মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চত করেছেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।

জানা যায়, জসিম উদ্দিনকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পরি এই প্রথম কোনো আসামিকে হাজির করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে জসিম উদ্দিনকে আজ ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |