মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

বনেক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৮৪ সাংবাদিক

বনেক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৮৪ সাংবাদিক

খাইরুল ইসলাম আল আমিন: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) ও দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে ৫৮ জনসহ মোট ৮৪ জনকে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে। দৈনিক প্রতিদিনের কাগজ ও বনেক’র যৌথ উদ্যোগে আয়োজিত “বনেক মিডিয়া অ্যাওয়ার্ড” ও “প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড”-২০২৪ এর আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মুহাম্মদ আকরম খা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এর সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক আমিরুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, দৈনিক অধিকাররের সম্পাদক ও সোনারগাও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তাজবীর সজিব, এসএ টিভির উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান, দৈনিক উপচারের সম্পাদক-প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, চারণ সাংবাদিক-মনোনেশ দাস, এনামুল হক বাবুল, সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

এসময় ১৩টি ক্যাটগিরিতে মোট ৮৪ জনকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে বনেক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪ জন। তারা হলেন, ড. মোঃ ইদ্রিস খান-সম্পাদক-প্রকাশক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন, ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, সম্পাদক-প্রকাশক দৈনিক উপচার, তাজবীর সজীব, সম্পাদক দৈনিক অধিকার, মোহাম্মদ মাসুদ, সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ, আব্দুল আজিজ, চেয়াম্যান-চ্যানেল কর্ণফুলি টিভি, মোঃ আমিরুল ইসলাম আসাদ, প্রধান সম্পাদক বিডি২৪লাইভ.কম, ফরিদুল মোস্তফা খান, সম্পাদক-প্রকাশক দৈনিক কক্সবাজারবাণী, ইয়াকুব শিকদার, সম্পাদক-প্রকাশক দৈনিক গণধ্বনি প্রতিদিন, খায়রুল আলম রফিক, প্রধান সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ, মোহাম্মদ তারেকউজ্জামান খান, সম্পাদক-প্রকাশক দৈনিক উত্তরা নিউজ, নান্টু লাল দাস, সম্পাদক-প্রকাশক দৈনিক নতুনআলো প্রতিদিন, মাঃ জাকির হোসেন, সম্পাদক দৈনিক খবর বাংলাদেশ, এইচ এম এস তারেক ভুঞা, সম্পাদক স্বাধীন নিউজ২৪.কম, আরেফিন সোহাগ, সভাপতি-চট্টগ্রাম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন। প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ৬৯ জন। তারা হলেন, “চারণ সাংবাদিক”, সমরেন্দ্র বিশ্বশর্মা, এনামুল হক বাবুল, মনোনেশ দাস।

বিশেষ সম্মাননা স্মারক পেয়েছেন মতিউর রহমান (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ), হাসান আল মামুন (যুগ্ম-সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ), সাইফুদ্দিন চৌধুরি জুয়েল (উপ-সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ), মোঃ আসাদুজ্জামান তালুকদার (ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক ময়মনসিংহ প্রতিদিন), নাদিম আহমেদ (সহকারী বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কাগজ), মোঃ ডি এম আমিরুল ইসলাম ওমর (সিনিয়র রিপোর্টার দৈনিক আলোকিত বাংলাদেশ), নুরে ইসলাম মিলন (যুগ্ম-সম্পাদক, দৈনিক উপচার), নাজিম উদ্দিন কুতুবি (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক কক্সবাজারবাণী), মোঃ জাহাঙ্গীর আলম (সার্কুলেশন ম্যানেজার, দৈনিক প্রতিদিনের কাগজ)। বর্ষসেরা “ব্যুরো প্রধান” নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন (চট্টগ্রাম), রাজিব আলী (রাজশাহী), বেলায়েত বাবু (রংপুর)। বর্ষসেরা “বিশেষ প্রতিনিধি” বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন খাইরুল ইসলাম আল আমিন, বেলাল উদ্দিন, আসাদুজ্জামান তুহিন। বর্ষসেরা “নিজস্ব প্রতিনিধি” নির্বাচিত হয়েছেন নাঈমুজ্জামান নাঈম (কিশোরগঞ্জ), আল আমিন হোসেন (গাজীপুর, মহানগর), শাহাদুল ইসলাম সাজু (জয়পুরহাট), মোঃ আবু বক্কর সিদ্দিক অনিক (ঢাকা), মামুনুর রশিদ মামুন (ময়মনসিংহ)। বর্ষসেরা “ক্রাইম রিপোর্টার” নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মতিউর রহমান খান (ময়মনসিংহ), জাহাঙ্গীর আলম তপু (ময়মনসিংহ), মনসুর আলম মুন্না (কক্সবাজার), ফয়সাল হাওলাদার (ঢাকা)। বর্ষসেরা “স্টাফ রিপোর্টার” নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রেজা (ময়মনসিংহ), জাহাঙ্গীর আলম রাজু (সাভার), একেএম রুহুল আমীন স্বপন (ঢাকা), আনিসুর রহমান রুবেল (মুন্সিগঞ্জ), গাজী রুবেল (কুমিল্লা), আশিকুর রহমান (গাজীপুর), মোঃ জাকির হোসাইন (ঢাকা), এস এইচ মুন্না খান (ঢাকা), তুষার মিত্র (নরসিংদী) এইচ এম সালাহ উদ্দিন কাদের (চট্টগ্রাম)। বর্ষসেরা “জেলা প্রতিনিধি” নির্বাচিত হয়েছেন, জাহিদুল ইসলাম শেখ (রাজবাড়ী), এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি), মমিনুল হক রুবেল (ব্রাহ্মনবাড়িয়া), এম ইদ্রিস আলী (সাতক্ষীরা)। বর্ষসেরা “মাল্টিমিডিয়া রিপোর্টার” নির্বাচিত হয়েছেন, সেলিম সরকার (ঢাকা), আবুল হাসনাত মিনহাজ (চট্টগ্রাম), মোঃ তামজিদ ইসলাম তন্ময় মোল্লা (খুলনা), রুহুল আমিন সুজন (গাজীপুর), পারভেজ খান রাজন (ঢাকা)।

বর্ষসেরা “উপজেলা প্রতিনিধি” নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম জাবেদ (মুরাদনগর, কুমিল্লা), মোঃ বায়জিদ কবির (মেলান্দহ, জামালপুর), মোঃ রাকিব উদ্দিন (শার্শা, যশোর), জাকির মড়ল (শ্রীপুর, গাজীপুর), এনামুল হক (দেবীগঞ্জ, পঞ্চগড়), ইমাম হোসাইন (তিতাস, কুমিল্লা), আতিকুর রহমান ভূইয়া (হোমনা, কুমিল্লা), আব্দুল হাই (কালাই, জয়পুরহাট), এসএম আসিফ ইকবাল শুভ (ধুবাউড়া, ময়মনসিংহ), পাইলট মিয়া (মদন, নেত্রকোণা), কামরুল হাসান (মিরসরাই, চট্টগ্রাম), মোহাম্মদ শাহ আলম (দাগনভূঞা, ফেনী), মুঃ ইশরাত হোসেন মাসুদ (গলাচিপা, পটুয়াখালী), মোঃ আজাদ আলী (পাচঁবিবি, জয়পুরহাট), মোবারক হোসেন (ধর্মপাশা, সুনামগঞ্জ), মোঃ হোসাইন ইসলাম (নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া), একরামুল হাসান (দাউদকান্দি, কুমিল্লা)। সংবাদপত্রে বিশেষ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন এনামুল হক ছোটন (ময়মনসিংহ প্রতিনিধি, দৈনিক বর্তমান কথা), গোলাম কিবরিয়া পলাশ (ময়মনসিংহ ব্যুরো চিফ, দৈনিক বঙ্গ সংবাদ), উবায়দুল্লাহ রুমি (ঢাকা প্রতিদিন), মোঃ সারোয়ার কবির ফাহাদ (দৈনিক বর্তমান সংবাদ), আব্দুর রউফ শিকদার, সাদা মনের মানুষ ও গণ সঙ্গীত শিল্পী, মোঃ আবিদ হোসেন স্বরণ (ক্যাম্পাস প্রতিনিধি, সোহরাওয়ার্দী কলেজ)।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |