বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর একটি ক্যামিকেল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটান ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।
কোম্পানিটির আঞ্চলিক ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কারখানাটির ভেতরে তাদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেওয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।
এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। আগুন তাদের নিয়ন্ত্রণে আছে, আর ছড়ানোর আশঙ্কা নেই। তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা তদন্তের পর বলা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।