বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

বচ্চন উপাধি বাদ দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত

বচ্চন উপাধি বাদ দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে। এবার সেই গুঞ্জন আরও বাড়িয়ে দলেন সাবেক বিশ্বসুন্দরী নিজেই।

একটি ভিডিও কেন্দ্র করেই দুই বলিউড তারকা জুটির ডিভোর্সের বিষয়টি নতুন করে সামনে এসেছে। ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, সম্প্রতি গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। যেই অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধু ‘ঐশ্বরিয়া রাই’ নামটি।

বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটা না দেখতে পেয়েই অভিষেকের তার সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ নিয়ে নতুন চার্চা শুরু হয়। অবশ্য বিচ্ছেদের প্রসঙ্গ বাদ দিয়েও অভিনেত্রীর লুক নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে সিলভার সুতার কাজ করা নীল গাউনে দেখা গেছে। স্মোকি আই আর খোলা চুলে অভিনেত্রীকে আরও আকর্ষণীয় লাগছিল।

প্রসঙ্গত, বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও অভিষেক বা ঐশ্বরিয়া কেউই কিছু বলেননি এ বিষয়ে। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের প্রেম। এরপর পরের বছর ২০০৭ সালে তারা বিয়ে করেন। আর ২০১১ সালে তাদের কোলেজুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্য বচ্চন। বর্তমানে মেয়ে আর নিজের কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |