বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: অতি বাংলাদেশ বিরোধিতা এবং খবরের শিরোনামে উঠে আসতে প্রতিযোগিতার খাতায় এবার নাম লেখালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কার বাতিলের দাবি তুললেন তিনি।
সংসদ অধিবেশন শেষ করে আজ শনিবার (৩০ নভেম্বর) কলকাতা ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিজেপি সংসদ।
এ সময় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে। এই যে ইউনূস, ইনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। আমার মনে হয় গত ৯০ দিন ধরে যেভাবে উনি সরকার চালাচ্ছেন, সম্পূর্ণ বেআইনি একটা সরকার। এবং তাদের প্রধানমন্ত্রী এখনও পদত্যাগ করেননি। তিনি যেখানেই থাকুক। দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের ওপর আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়া উচিত। আমি জানি না এই ধরনের কোনও নিয়ম আছে কি না। তবে দেয়ার নিয়ম থাকলে সেটা বাতিলেরও নিয়ম থাকা উচিত। বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সব দেশ নজর রাখছে। এই অসভ্যতা চলতে পারে না কোথাও।
তিনি আরও বলেন, যাকে (চিন্ময় কৃষ্ণ দাস) গ্রেফতার করা হলো, প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনও সভ্য দেশে এ রকম হয় বলে আমি শুনিনি। আমাদের এখানে যিনি ইসকনের আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, তাকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে। যদি আটকে রাখতেই হয়, তাহলে কোনও গেস্ট হাউসে আটকে রাখুন, কোনও আলাদা জায়গায় নিয়ে গিয়ে রাখুন।
হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে দাবি করে বিজেপির এ সাংসদ বলেন, যারা আক্রমণ চালাচ্ছে, তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায় ও আছে। যারা মিলে মিশে থাকে, যেমন আমাদের ভারতবর্ষে। তিনি তো সন্ন্যাসী, তাকে তো জেলের ভেতর ধর্মাচরণ করতে দিতে হবে। সেটা আপনারা বন্ধ করছেন কীভাবে? জোর করে গরুর মাংস খাওয়ানো হচ্ছে কি না তাও জানা যাচ্ছে না।