বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

যুদ্ধাপরাধের পুরো অভিযোগটাই নাটক: মাসুদ সাঈদী

যুদ্ধাপরাধের পুরো অভিযোগটাই নাটক: মাসুদ সাঈদী

অনলাইন ডেস্ক: যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শনিবার ( ১৪ ডিসেম্বর) ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, ‘ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। তাই শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করেছেন।’

তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায় আল্লামা সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয়। কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |