সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:২১ অপরাহ্ন

এক মাস আগেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা : ওসি মাজহার

এক মাস আগেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা : ওসি মাজহার

নিজস্ব  প্রতিবেদক: কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি করতে এক মাস আগেই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। একাধিকবার রেকি করে ব্যাংকে হানা দেয় ডাকাত দল।শুক্রবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।তিনি বলেন, এরা কিশোর গ্যাংয়ের সদস্য, ডাকাতিতে সফল হলে বড় গ্যাং তৈরি করার পরিকল্পনা ছিল। এক মাস আগেই পরিকল্পনা করেছিল তারা। একাধিকবার রেকি করে ব্যাংকে হানা দেয় ডাকাত দল।

মাজহারুল ইসলাম বলেন, ডাকাতির সঙ্গে ব্যাংকের কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে রিমান্ডে পেলে এ বিষয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে।আর সিসিটিভির হার্ডডিস্ক এখনো পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, ব্যাংকে ঢুকেই সিসিটিভির হার্ডডিস্ক খুলে ফেলে তারা। হার্ডডিস্ক এখনো খুঁজে পাওয়া যায়নি। এদিকে ডাকাতি চেষ্টার ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় দস্যুতার মামলা করেছে। গ্রেফতার তিনজনকে বিকেলে আদালতে তুলে সাত দিন করে রিমান্ড আবেদন করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |