সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

বনানী বস্তিতে লাগা আগুন ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

বনানী বস্তিতে লাগা আগুন ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব  প্রতিবেদক: রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়ে ছিলেন। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর ২২নং বস্তিতে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে তাৎক্ষনিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার তৃতীয় তলায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দেয়। তিনি আরও বলেন, যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। পরে রাত ৯টা ৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ৯টায় আগুন নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।একই দিনে উত্তরায় রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাজধানীর উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণ করে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।পরে তা নিয়ন্ত্রণে কাজ করে ১২টি ইউনিট। এ সময় সাতজনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস দল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |